ড.শাজাহান সাজু করোনা ভাইরাস থেকে সম্পূর্ণ সুস্থ।
গত ২৬শে মার্চ করোনায় আক্রান্তের ব্যাপারটি নিশ্চিত হওয়ার পর তিনি নিজ বাসাতেই চিকিৎসাধীন ছিলেন দীর্ঘদিন।
আজ শনিবার তার করোনা থেকে সুস্থ হওয়ার খবরটি নিশ্চিত করেছেন,তাঁর পরিবার ও লেটস গো-অন ফাউন্ডেশন “এলজিএফ” এর সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ কামরান পাপ্পু।
সাবেক জেলা জজ জনাব ড.শাজাহান সাজু দীর্ঘদিন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিভিন্ন উচ্চপদস্থ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি একজন সমাজ সেবক, পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে মানবাধিকার সংগঠন “এলজিএফ” এর সাথে যুক্ত হয়ে বিভিন্ন সামাজিক কাজ করে আসছেন।
তিনি লেটস গো-অন ফাউন্ডেশন “এলজিএফ” এর প্রতিষ্ঠাতা প্রধান পৃষ্ঠপোষক সদস্য, বাংলাদেশ ইয়ুথ ক্লাব “বিওআইসি” এর সহ-প্রতিষ্ঠাতা সেন্ট্রাল কার্যনির্বাহী কমিটির সদস্য ও সুবিধাবঞ্চিত শিশুদের “স্বপ্ন স্কুল” এর প্রতিষ্ঠাতা এবং কার্যনির্বাহী সদস্য।
শাজাহান সাজু এখনও শারীরিকভাবে কিছুটা দুর্বল। তিনি তার সকল শুভাকাঙ্ক্ষী এবং দেশবাসীর কাছে তার পরিবার ও তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।