মুক্তিযোদ্ধা জনাব মাহবুবুর রহমান রতন করোনা ভাইরাস থেকে সম্পূর্ণ সুস্থ।
আজ শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর পরিবার।
তিনি করোনায় আক্রান্ত হয়ে দীর্ঘদিন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
মুক্তিযোদ্ধা জনাব মাহবুবুর রহমান রতন একজন সমাজ সেবক, তিনি দীর্ঘ ৩৮ বছর ইউরোপে প্রবাসী হিসেবে ছিলেন এবং সেইসাথে সেখানে বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সাথে জড়িত ছিলেন। পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে মানবাধিকার সংগঠন “এলজিএফ” এর সাথে যুক্ত হয়ে বিভিন্ন সামাজিক কাজ করে আসছেন।
তিনি জার্মান মুক্তিযোদ্ধা সংসদের প্রচার সম্পাদক, ধানমন্ডি “স্বজন” এর সভাপতি, লেটস গো-অন ফাউন্ডেশন “এলজিএফ” এর সহ-প্রতিষ্ঠাতা ও প্রেসিডিয়াম সদস্য, বাংলাদেশ ইয়ুথ ক্লাব “বিওআইসি” এর সহ-প্রতিষ্ঠাতা সেন্ট্রাল কার্যনির্বাহী কমিটির সদস্য ও সুবিধাবঞ্চিত শিশুদের “স্বপ্ন স্কুল” এর প্রতিষ্ঠাতা এবং কার্যনির্বাহী সদস্য।
মাহবুবুর রহমান রতন শারীরিকভাবে এখনো কিছুটা দুর্বল , তিনি তার পরিবার এবং তার সুস্থতার জন্য আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও দেশবাসী সকলের কাছে দোয়া চেয়েছেন।