খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্যে বিদেশে নেওয়ার অনুমতি চেয়ে পরিবারের আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আইন মন্ত্রণালয়ে পৌঁছেছে জানিয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, নথি হাতে পাওয়ার পর তিনি দেখে এ বিষয়ে মতামত দেবেন।
তিনি বলেন, “গতকাল রাত ১১টায় ফাইলটি আমার মন্ত্রণালয়ে এসেছে। এখনও ফরমালিটিজ শেষে করে আমার হাত পর্যন্ত পৌঁছায়নি। আসুক, তারপর দেখছি।”
ফাইল পাওয়ার পর ‘গুরুত্ব বিবেচনা করে’ দ্রুত মতামত দেওয়া হবে বলে জানান আইনমন্ত্রী।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর এখন ঢাকার এভার কেয়ার হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন।