করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশে চলমান লকডাউন ১৬ মে পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। বুধবার (৫ মে) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে স্বাস্থ্যবিধি মেনে জেলার অভ্যন্তরে বাস চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। তবে দূরপাল্লার বাস চলাচল, লঞ্চ ও ট্রেন চলাচল বন্ধ থাকবে।

এছাড়াও লকডাউনে আগের মত স্বাস্থ্যবিধি মেনে দোকান ও শপিংমল সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। জরুরি সেবা দেয়া প্রতিষ্ঠান, শিল্প-কারখানা খোলা থাকবে। তবে সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকবে।

সীমিত পরিসরে ব্যাংকে লেনদেন করা যাবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। এছাড়া মাস্ক ব্যবহার শতভাগ নিশ্চিত করার কথা বলা হয়েছে প্রজ্ঞাপনে। প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথাও বলা হয়েছে।