সিলেটের বিশ্বনাথে রাস্তা নিয়ে বিবাদমান দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে সুমেল আহমেদ (৩২) নামে এক যূবক নিহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ হয়েছেন আরও বেশ কয়েকজন।
শনিবার (১ মে) বিকালে উপজেলার দৌলতপুর ইউনিয়নের চৈতন্যনগর গ্রামে এই ঘটনা ঘটে।
জানা যায়, রাস্তা নিয়ে বিরোধের জেরে শনিবার বিকালে উভয়পক্ষ আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। তখন ব্যপক গুলি বিনিময় হয় উভয়ের মাঝেই। এসময় গুলিবিদ্ধ হন সুমেল মিয়া।
তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানি মেডিকেলে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এছাড়াও সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হওয়া মানিক মিয়া নামে এক ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক।
এ বিষয়ে বিশ্বনাথ থানার ওসি শামীম মূসা জানান, সংঘর্ষের খবর পেয়েই পরিস্থিতি নিয়ন্ত্রণে ফোর্স পাঠানো হয়েছে। সেখানে এখনও পুলিশ মোতায়েন করা আছে।