সম্প্রতি দেশে বিভিন্ন সহিংসতার ঘটনায় গ্রেফতারকৃতরা কেউ আলেম কিংবা বিএনপির লোক নয় বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল। যারা আগুন, সন্ত্রাসের সঙ্গে জড়িত ভিডিও ফুটেজ দেখে তাদের গ্রেফতার করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকালে চট্টগ্রাম বিআরটিসি, বিআরটিএ ও সড়ক জোনের কর্মকর্তাদের সাথে অনলাইনে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। রাজধানীর সংসদ ভবন এলাকার সরকারি বাসভবন প্রান্ত থেকে তিনি যুক্ত হন।

সেতুমন্ত্রী বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ভিডিও দেখে আইন প্রয়োগকারী সংস্থা অপরাধীদের গ্রেফতার করেছে। এখানে কল্পকাহিনী তৈরির কোনো সুযোগ নেই। কোনো আলেম-ওলামা বা বিএনপির নেতাদেরও গ্রেফতার করা হয়নি। যারা আগুন, সন্ত্রাসের সঙ্গে জড়িত ভিডিও ফুটেজ দেখে তাদের গ্রেফতার করা হয়েছে।

বিএনপির কটোর সমালোচনা করে তিনি বলেন, শেখ হাসিনা সরকারের শেকড় এদেশের মাটির অনেক গভীরে। বর্তমান সরকারের জনভিত্তি ঠিকই আছে। তবে একযুগ ধরে বিএনপির নানা আন্দোলন ও নির্বাচনে ব্যর্থতা প্রমাণ করে দিয়েছে তারা জনবিচ্ছিন্ন। বিএনপির রাজনীতির শেকড় বাংলাদেশের মাটির গভীরে নয়, অন্য কোথাও।

তিনি বলেন, ঢাকা, হাটহাজারী, ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের বিভিন্ন স্থানে প্রকাশ্য দিবালোকে যেভাবে নারকীয় তাণ্ডব চালানো হয়েছে তা এখন দিবালোকের মত স্পষ্ট যে, সন্ত্রাস আড়াল করে সন্ত্রাসীদের বাঁচাতে বিএনপিই মনগড়া কল্পকাহিনী তৈরির অপপ্রয়াস চালাচ্ছে বক্তৃতা-বিবৃতির মাধ্যমে।