চীনের টিকা উৎপাদনকারী কোম্পানি সিনোফার্মের উদ্ভাবিত সিনোভ্যাক করোনা টিকা ব্যবহারের অনুমোদন দিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান এই তথ্য জানিয়েছেন।
তিনি জানান, আজকে আমরা সিনোফার্ম-এর করোনা-টিকার অনুমোদন দিলাম। এই টিকার প্রথম ডোজ নেওয়ার ২৮ দিন পর দ্বিতীয় ডোজ দিতে হবে।
এর আগে ২৭ এপ্রিল বাংলাদেশে রাশিয়ার টিকা স্পুটনিক-৫ এর জরুরি ব্যবহারের অনুমোদন দেয় স্বাস্থ্য মন্ত্রণালয় গঠিত জরুরি জনস্বাস্থ্য ক্ষেত্রের ওষুধ, পরীক্ষামূলক ওষুধ, টিকা ও মেডিকেল সরঞ্জামবিষয়ক কমিটি।
সম্প্রতি ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার সরবরাহ সংকটে টিকাদান কার্যক্রম নিয়ে জটিলতা তৈরি হয়। এর পরপরই রাশিয়ার টিকা ‘স্পুটনিক-৫’-এর অনুমোদন দেয় বাংলাদেশ সরকার।