চলমান করোনাকালে ঘোষিত লকডাউনে ক্ষতিগ্রস্থ মানুষের সহায়তায় ১০ কোটি ৫০ লাখ টাকা বরাদ্ধ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৩৪ লাখ পরিবার পাবে এই সহায়তা। তবে এর মধ্যে সাড়ে ১০ লাখ পরিবারে কাছে বিকাশের মাধ্যমে পৌছানো হবে এই টাকা।

বুধবার (২১ এপ্রিল) মোবাইল ব্যাংকিং সেবা বিকাশের জনসংযোগ কর্মকর্তা রোকসানা আক্তার মিলি গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।

এর আগে প্রতিষ্ঠানটি থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, জীবিকার উপায় হারানো দুস্থ পরিবারগুলোর পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রীর অনন্য উদ্যোগে গতবছরের মত এবারও ঈদের সময়ে প্রতিটি পরিবারের জন্য দুই হাজার ৫০০ টাকা করে আর্থিক সহায়তা দেয়া হবে।

জানা যায়, এবারও জাতীয় পরিচয় পত্রের ভেরিফিকেশনের মাধ্যমে প্রকৃত ক্ষতিগ্রস্ত ব্যক্তির কাছে স্বচ্ছতা, দ্রুততা ও নিরাপত্তার সাথে ডিজিটাল মাধ্যমে অর্থ বিতরণ করা হচ্ছে।ঈদের আগেই সরকারী এই অর্থ সহায়তা পৌঁছে দেওয়া হবে।

আরও জানা যায়, এই টাকা ক্যাশআউটের ক্ষেত্রে উপকারভোগীর কোন খরচ লাগছে না। মোট ক্যাশআউট খরচের ১৫ টাকা দেবে সরকার, বাকি ৩১.২৫ টাকা বিকাশ বহন করবে।