আইপিএলে টানা দুই ম্যাচ হেরে বিপাকে কলকাতা নাইট রাইডার্স। এই অবস্থায় আজ বুধবার (২১ এপ্রিল) মুম্বাইয়ের মাঠে হারের বৃত্ত ভাঙতে মরিয়া দলটি। এদিকে চেন্নাইয়ের সাথে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক মরগান। মুম্বাইয়ে জয় পেতে দলে এনেছেন পরিবর্তন। ম্যাচটি শুরু হবে রাত ৮টায়।
আজ কলকাতার হয়ে একাদশে জায়গা হারিয়েছেন সাকিব আল হাসান এবং হরভজন সিং। তাদের স্থানে একাদশে জায়গা পেয়েছে সুনীল নারায়ন এবং কমলেশ নগরকোটি। কলকাতার জার্সিতে তিন ম্যাচের তিনটি খেলে ফেলেছেন সাকিব। কলকাতার টিম ম্যানেজমেন্ট সাকিবের ওপর আস্থা রাখলেও গত তিন ম্যাচে ব্যাটে-বলে নামের প্রতি সুবিচার করতে পারেননি। ব্যাট হাতে তার সংগ্রহ মোট ৩৮ রান, আর বল হাতে শিকার মাত্র ২ উইকেট। ব্যাটিংয়ে স্ট্রাইকরেট এক শ’র নিচে আর বোলিংয়েও রান দিয়েছেন ওভারপ্রতি আটের ওপরে।