চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় শরীফ হোসেন (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

রোববার সকাল সোয়া ৯টার দিকে উপজেলার রেলস্টেশনের পাশে চুয়াডাঙ্গা থেকে পোড়াদহগামী ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শরীফ হোসেনের বাড়ি আলমডাঙ্গা পৌর এলাকার এরশাদপুরে।

প্রত্যক্ষদর্শীরা জানান,  রোববার সকালে শরীফ হোসেন রেললাইন পার হচ্ছিলেন। এসময় চুয়াডাঙ্গা থেকে পোড়াদহগামী ট্রেনের ইঞ্জিনের সঙ্গে তার ধাক্কা লাগে এবং ঘটনাস্থলেই তিনি মারা যান।

আলমডাঙ্গা থানার ওসি আলমগীর কবির জানান, নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।