কিশোরগঞ্জের কুলিয়ারচরে গাছ থেকে আম পাড়া নিয়ে দুদল গ্রামবাসীর সংঘর্ষে লিটন মিয়া (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন উভয়পক্ষের কমপক্ষে ১০ জন
সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের প্রায় ২০/২৫টি বাড়ি-ঘরে হামলা, ভাংচুর ও লুটপাটেরও ঘটনা ঘটে।
শনিবার সকাল ৭ টার দিকে কুলিয়ারচর উপজেলার ছয়সূতি ইউনিয়নের মধ্যলালপুর গ্রামে ঘটনা ঘটে।
নিহত লিটন উপজেলার ছয়সূতি ইউনিয়নের মধ্যলালপুর এলাকার আব্বাছ আলীর ছেলে।
এলাকাবাসী জানান, শুক্রবার বিকালে গাছ থেকে কাঁচাআম পাড়াকে কেন্দ্র করে এলাকার কাঞ্জিবাড়ি ও উমরাবাড়ির শিশুদের মধ্যে ঝগড়া হয়। এ নিয়ে রাতেই উভয়পক্ষের লোকজন সালিশে বসেন। কিন্তু সেই সালিশ বৈঠক মীমাংসা ছাড়াই শেষ হয়।
শনিবার সকালে উমরাবাড়ির মিশ্রি মিয়ার নেতৃত্বে ১০/১২ জন কাঞ্জিবাড়িতে হামলা চালায়। এ সময় উভয়পক্ষের ২০/২৫ জন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় ঘণ্টা ব্যাপী চলা এ সংঘর্ষে কাঞ্জিবাড়ীর লিটন মিয়া ঘটনাস্থলেই নিহত হন।
এব্যাপারে কুলিয়ারচর থানার পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান জানান, একটি তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে সংঘর্ষে হতাহতের ঘটনা খুবই দুঃখজনক। ঘটনা তদন্ত করে প্রকৃত অপরাধীদেরকে দ্রুত আইনের আওতায় আনা হবে।