ভোলায় কর্মস্থল থেকে ইফতার করার জন্য বাড়ি ফেরার সময় ট্রাকের চাপায় মো. নূর উদ্দিন (৩৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার বিকাল ৩টার দিকে ভোলার পুলিশ লাইন এলাকার সড়কে এ ঘটনা ঘটে।

নিহত নূর উদ্দিন ভোলার সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চরকালি গ্রামের মো. ইউনুস মিয়ার ছেলে এবং ভোলা শহরের বাংলা স্কুল মোড় এলাকার মডার্ন ডায়গনস্টিক সেন্টার ও মেডিকেল সার্ভিসের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

এদিকে এ ঘটনায় পুলিশ ঘাতক ট্রাক ও ট্রাকের ড্রাইভার মো. জাহাঙ্গীর হোসেনকে আটক করেছে।

মডার্ন ডায়াগনস্টিক সেন্টার ও মেডিকেল সার্ভিসের মো. মিজানুর রহমান জানান, নুর উদ্দিন তাদের প্রতিষ্ঠানে র্দীঘদিন ধরে কর্মরত রয়েছেন। শুক্রবার দুপুরের দিকে তিনি ইফতার করার জন্য তার গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হন।

ভোলার পুলিশ লাইন এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে বেপোরোয়া গতিতে চালিয়ে আসা ঘাতক ট্রাকটি তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভোলা মডেল থানার ওসি মো. এনায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘাতক ট্রাকটি ঘটনাস্থল থেকে জব্দ করেছে, ড্রাইভারকে আটক করা হয়েছে।