জয়পুরহাটের পাঁচবিবিতে কাজ দেওয়ার কথা বলে ডেকে বাগানে নিয়ে নারী হোটেল শ্রমিককে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ অভিযোগে বুধবার রাতে উপজেলার খাসবাট্টা থেকে ছাইদুল রহমান (৪০) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত ছাইদুল রহমান উপজেলার খাসবাট্টার মৃত আ. মালেকের ছেলে।

থানায় মামলা সূত্রে জানা যায়, ধর্ষণের শিকার হোটেল শ্রমিকের বাড়ি সিরাজগঞ্জ জেলায়। দীর্ঘদিন যাবত মহিলাটি জয়পুরহাটের বিশ্বাসপাড়ায় ভাড়া বাড়িতে থাকতেন ও হোটেলে শ্রমিকের কাজ করতেন। হোটেলে কাজের সুবাদে ছাইদুলের সঙ্গে মেয়েটির পরিচয় হয়।

লকডাউনের জন্য হোটেল বন্ধ হওয়ায় ওই তরুণী পরিবার নিয়ে বিপাকে পড়েন। এমন অসহায়ত্বের সুযোগে তাকে বাসাবাড়িতে কাজ দেওয়ার কথা বলে রাতে উপজেলার পাটাবুকা এলাকায় একটি বাগানে ধর্ষণ করে ছাইদুল। পরদিন বুধবার সন্ধ্যায় ভুক্তভোগী বাদী হয়ে থানায় ধর্ষণের মামলা করলে পুলিশ রাতেই তাকে গ্রেফতার করে।

পাঁচবিবি থানার ওসি পলাশ চন্দ্র দেব জানান, ছাইদুল রহমানকে জেলহাজতে পাঠানো হয়েছে। ধর্ষণের শিকার ওই তরুণীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।