চট্টগ্রামের সীতাকুণ্ডে ব্যাটারিচালিত রিকশায় কাভার্ডভ্যানের ধাক্কায় নুরজাহান বেগম (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। নিহত নারী উপজেলার শেখ নগর উত্তর মহাদেবপুর ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবুল কালামের স্ত্রী বলে জানা গেছে।

মঙ্গলবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে সীতাকুণ্ডের শেখ পাড়া বাইতুশ শরফের পাশে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া।

তিনি বলেন, ‘মঙ্গলবার বেলা ১০টার দিকে সড়ক দুর্ঘটনায় আহত এক নারীকে হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

নিহতের বোনের ছেলে আলাল উদ্দিন বলেন, ‘খালা সকালে ব্যাটারিচালিত রিকশায় করে সীতাকুণ্ড বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে একটি কাভার্ডভ্যান রিকশাটিকে ধাক্কা দিলে তিনি মারাত্মকভাবে আহত হন। পরে আমরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’