পবিত্র মাহে রমজানের শিক্ষা বাস্তব জীবনে প্রতিফলন ঘটিয়ে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে কার্যকর পদক্ষেপ নিতে সরকার ও ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছে ,লেটস গো-অন ফাউন্ডেশন (এলজিএফ)

পবিত্র রমজান উপলক্ষে মঙ্গলবার (১৩ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা জনাব সাইফুল ইসলাম মল্লিক এ আহ্বান জানান।

তিনি বলেন, রহমত, মাগফিরাত ও জাহান্নামের আগুন থেকে মুক্তির মহান বার্তা নিয়ে বছর ঘুরে আবারও আমাদের মাঝে ফিরে এসেছে পবিত্র মাহে রমজান। আর এবার মাহে রমজানের শুরুতেই করোনা সঙ্কট মোকাবিলায় শুরু হচ্ছে লকডাউন। ফলে মধ্যবিত্ত, নিম্নবিত্ত মানুষের বেহাল দশা শুরু হয়েছে। এমন অবস্থায় রমজান মাসের সিয়াম সাধনা সুষ্ঠু, সুন্দর ও পবিত্রতার সঙ্গে পালন করতে প্রতিদিনের খাবার-দাবার ও বাজারের দ্রব্যসামগ্রীর সহজলভ্যতা যেন মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকে, এ বিষয়গুলো সরকারসহ সবাইকে গুরুত্বের সঙ্গে ভাবা একান্ত আবশ্যক। ইতিমধ্যে করোনা সঙ্কটের মধ্যেই রমযান মাস শুরুর আগেই চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের ঊর্ধ্বগতির ফলে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছে।

তিনি আরও বলেন, যেখানে বিশ্বব্যাপী পবিত্র রমজান মাস আসলে মানুষের প্রতি মানুষের সহনুভূতি বেড়ে যায়; ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে মানুষ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে যথাসাধ্য চেষ্টা করে, সেখানে আমাদের দেশের বাজার ব্যবস্থা রমজানের আগের সঙ্গে রমজানের সময়ের কোনো মিল থাকে না। রমজান আসার সঙ্গে সঙ্গে নিত্যদিনের দ্রব্যমূল্যের দাম দ্বিগুণ থেকে তিনগুণ পর্যন্ত এমনকি অস্বাভাবিকভাবে বেড়ে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যায়। যা সব শ্রেণির রোজাদারদের জন্যই অত্যন্ত কষ্টকর।

তিনি চাল, ডাল, তেল সহ সকল প্রকার নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম শ্রমিকদের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার আহ্বান জানিয়ে রমযানের পবিত্রতা রক্ষায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, গ্যাস ও বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত, শ্রমিকদের ন্যায্য পাওনা পরিশোধ, রাজনৈতিক প্রতিহিংসা থেকে বিরত থেকে আইন-শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

সবশেষে সংগঠনটির প্রতিষ্ঠাতা সাইফুল ইসলাম মল্লিক মাহে রমজানের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে বলেন, আসুন সবাই ঐক্যবদ্ধভাবে যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করি এবং সবাই মিলে এই প্রাণপ্রিয় বাংলাদেশে বেঁচে থাকার চেষ্টা করি।হাতে হাত ধরে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাই সামনের দিকে।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির এবং বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মকর্তাগন ও গণমাধ্যম কর্মীরা।