চট্টগ্রাম নগরের বৃহত্তম ওষুধের বাজার হাজারী গলির বেশ কয়েকটি মার্কেটে অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় নানা অনিয়মের দায়ে চার দোকানিকে মোট দুই লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৩ এপ্রিল) সকালের দিকে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল হাসান।
জেলা প্রশাসন জানায়, আজকের (মঙ্গলবার) অভিযানে বিভিন্ন অনিয়মে নিউ ড্রাগ হাউসকে এক লাখ টাকা, এম মেডিকোকে ৬০ হাজার টাকা, গোপাল মেডিকেল হলকে ৮০ হাজার টাকা, প্রভাতী ড্রাগ হাউসকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল হাসান বলেন, ‘জেলা প্রশাসনের নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ নগরের হাজারী গলির বেশ কয়েকটি ওষুধের দোকানে অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় কিছু কিছু দোকানে বিক্রয় নিষিদ্ধ, অনুমোদনহীন বিদেশী, ক্ষতিকারক শক্তিবর্ধকসহ সরকারিভাবে বিনামূল্যে বিতরণ করা হয় এমন ওষুধ পাওয়ায় তাদেরকে জরিমানা করা হয়েছে।’
পাশাপাশি বেশকিছু ওষুধ ধ্বংসের জন্য জব্দ করা হয়েছে বলে জানান তিনি।