চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটায় কাজ করার সময় দগ্ধ মোহন মিয়া (৪০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার (১২ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার চারিয়া মির্জাফুল গাউচিয়া ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে।
মোহন মিয়া কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার বাসিন্দা জজ মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া।
তিনি বলেন, সোমবার রাত পৌনে ১১টার দিকে হাটহাজারীর ইটভাটায় দগ্ধ এক শ্রমিককে হাসপাতালে নিয়ে আসে স্থানীয়রা। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।