করোনার দ্বিতীয় ঢেউয়ে ব্রাজিলে তরুণরা তুলনামূলক বেশি আক্রান্ত হচ্ছে। নিবিড় পরিচর্যা কেন্দ্রগুলোতেও (আইসিইউ) তরুণ রোগীর সংখ্যা বেশি। ব্রাজিলিয়ান আইসিইউ প্রকল্প নামের একটি গবেষণায় এ তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা এএফপি।

গবেষণায় জানা যায়, হাসপাতালে যে সংখ্যক রোগী ভর্তি আছেন তার মধ্যে ৪০ বছর বয়সীর সংখ্যাই বেশি। গত মার্চে করোনা আক্রান্ত হয়ে আইসিইউতে ভর্তি হয়েছেন ৩৯ বছর বয়সী ১১ হাজার রোগী। যা মোট আইসিইউ রোগীর ৫২.২ শতাংশ। করোনার শুরুর দিকে তরুণদের আইসিইউতে ভর্তির হার ছিল ১৪.৬ শতাংশ। গত সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারিতে এই হার ৪৫ শতাংশ দাঁড়ায়। এই সংখ্যক তরুণ রোগীর আইসিইউতে ভর্তি হবার বিষয়টি উদ্বেগজনক হিসেবেই দেখছেন বিশেষজ্ঞরা।

অপরদিকে আইসিইউতে ৮০ বছর বা তার বেশি বয়সী রোগীদের সংখ্যা ৫.৮ শতাংশ হ্রাস পেয়েছে। ভ্যাকসিন এর পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। এছাড়াও তরুণরা নিজেদের কম ঝুঁকিপূর্ণ মনে করে আহরহ বাইরে বের হওয়া, স্বাস্থ্যবিধি মানার প্রতি উদাসীনতার ফলেও তরুণদের আক্রান্তের হার বেশি।

ব্রাজিলে করোনা আক্রান্ত হয়ে এখনও পর্যন্ত সাড়ে তিন লাখের বেশি মানুষ মারা গেছেন। আর আক্রান্ত হয়েছেন সোয়া কোটির বেশি।