চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকায় একটি ভবনে রঙের কাজ করার সময় দেয়াল ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত শ্রমিকের নাম নুরুল ইসলাম (৪৫)। তিনি খুলশী থানার লালখান বাজার এলাকার মৃত আবুল মিস্ত্রীর ছেলে বলে জানা গেছে।
সোমবার (১২ এপ্রিল) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের ভাই বলেন, ‘আমার ভাই রঙের কাজ করত। আজ সকালে সে ডবলমুরিং থানার আগ্রাবাদ এলাকার একটি ভবনের দেয়ালে রঙের কাজ করতে যায়। কিন্তু হঠাৎ করে খবর পাই তিনি দেয়াল ধসে আটকা পড়েছেন। খবর পেয়ে আমরা দ্রুত উদ্ধার করে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাই।’
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া বলেন, ‘সকাল ১০টার দিকে ডবলমুরিং থানা এলাকা থেকে দেয়াল ধসে আহত এক শ্রমিককে হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’