সবার ঘরেই চিটচিটে ময়লা থাকে কমবেশি। বিশেষ করে রান্নাঘরে আঁঠালো ময়লা বেশি হয়ে থাকে। অনেক সময় এ ময়লা পরিষ্কার করতে গিয়ে ঝক্কি পোহাতে হয়। তবে এ সমস্যার সমাধান করতে পারে কমলালেবু।

বাজারে এখন কমলা বেশ সহজলভ্য। এ সুযোগ বেশি করে কমলা কিনে খেয়েও নিতে পারেন সঙ্গে এর খোসা কাজে লাগিয়ে ঘর পরিষ্কারের কাজ সামলেও নিতে পারে।

jagonews24

কমলালেবুর খোসায় লিমোনিন নামক তেল থাকে। আপেলের খোসায় থাকে ম্যালকি অ্যাসিড। দুই উপাদনই চটচটে ময়লা মুছতে কাজে লাগে। তাছাড়া কাঠের জনিসপত্র চকচকে রাখতে পারে এরা।

যেভাবে কমলার খোসা দিয়ে পরিষ্কার করবেন

একটি পাত্রে কমলার খোসা রেখে, পানি ঢালতে হবে। একটি লেবুর খোসার জন্য এক কাপ পানি দিতে হবে পাত্রে। এবার খোসাসহ পানি ফোটাতে হবে। পানি ফুটে গেলে, আঁচ কমিয়ে ১৫ মিনিট ওই অবস্থায় রাখুন।

jagonews24

পানি ঠান্ডা হয়ে গেলে একটি স্প্রে-বোতলে ঢেলে নিন। ওই কমলালেবুর খোসা সেদ্ধ পানি কাচ বা টেবিলে স্প্রে করে নরম কাপড় দিয়ে সেগুলো মুছে নিলেই পরিষ্কার হয়ে যাবে।

আপেল দিয়ে পরিষ্কার করবেন যেভাবে

jagonews24

আপেল দিয়ে কিছু পরিষ্কার করা আরও সহজ। আপেলের খোসা দিয়ে বেসিন বা কাঠের টেবিল মুছে পরিষ্কার করা যায়।

কমলালেবুর মতোই আপেলের খোসা সেদ্ধ করে তরল তৈরি করে ব্যবহার করুন। ওই তরল দিয়ে খুব চটচটে ময়লাও পরিষ্কার করা যায়।