ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় সরকারি পুকুর লিজ দেয়াকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় ১৫ জনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। মঙ্গলবার (০৬ এপ্রিল) তাদেরকে গ্রেফতার করা হয়।এলাকাবাসী ও পুলিশ জানায়, উপজেলার পূর্বভাগ ইউনিয়নের মকবুলপুর গ্রামের একটি সরকারি পুকুর লিজ নিয়ে গতকাল সোমবার বিকেলে গ্রামের কিতাব আলি ও খেলু মিয়ার মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। পরে উভয়পক্ষের লোকেরা দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে উভয়পক্ষের বেশ কয়েকটি বাড়ি-ঘর ভাঙচুর করে দাঙ্গাবাজরা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে। ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলাকালে পাঁচপুলিশ সদস্যসহ উভয়পক্ষের ১৫ জন আহত হন। পরে পুলিশ অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেফতার করে।

গ্রেফতাররা হলেন- কিতাব আলী (৬০), হাবিবুর রহমান (৪০), মিজানুর রহমান (৪৫), হেলু মিয়া (৫), লিটন মিয়া (৩২), জিয়াউর রহমান (৪০), জীবন মিয়া (১৬), নিলুফা বেগম (২৬), রেখা বেগম (২৪), রাফিয়া বেগম (৪৫), জিল্লু মিয়া (৩২) ও স্বপ্না বেগম (১৯)।

এ ব্যাপারে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিচুল হক বলেন, সংর্ঘষ থামাতে গিয়ে এসআই রফিকুল ইসলামসহ ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থানার দায়ে ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে আজ আদালতে সোপর্দ করা হয়েছে।