মহামারি করোনাভাইরাসে ইউরোপের যে দেশগুলো ক্ষতিগ্রস্ত এর মধ্যে প্রথম সারিতে রয়েছে ইতালি। দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ফের বাড়ছে। দেশটির সব অঞ্চলই রেড জোনে রয়েছে।

এ কারণে দেশটির প্রশাসন সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে চলছে। এদিকে খ্রিষ্টান সম্প্রদায়ের সবচেয়ে পুরোনো ধর্মীয় অনুষ্ঠান ‘ইস্টার’ ঘিরে জনসমাগম প্রতিরোধে এবার তিনদিনের কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার।

অপ্রয়োজনে ঘরের বাইরে বের হওয়া নিষিদ্ধ করা হয়েছে। লকডাউন চলাকালে চার্চগুলো খোলা থাকলেও উপাসকরা ‘ইস্টার’ অনুষ্ঠানে গণহারে মানুষের যোগ দিতে নিরুৎসাহিত করছেন। বাড়িতে পরিবারের সঙ্গে এ ধর্মীয় অনুষ্ঠান উদযাপনে কোনো বাধা নেই।

এ প্রসঙ্গে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী লুসিয়ানা ল্যামোরগেস বলেন, এখনই সময় আমাদের দায়বদ্ধতা দেখানোর। আমাদের কোনোভাবেই লকডাউন ভঙ্গ করা উচিত হবে না।

তিনি আরও বলেন, করোনার ভ্যাকসিন আসছে এবং মানুষ তা গ্রহণ করছেন। যখন সবাই ভ্যাকসিনের আওতায় আসবেন, তখন আমরা স্বাভাবিক অবস্থায় ফিরতে পারব।

উল্লেখ্য, ইতালিতে করোনায় এখন পর্যন্ত ৩৬ লাখ ২৯ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১ লাখ ১০ হাজার ৩২৮ জন ও সুস্থ হয়েছেন ২৯ হাজার ৫৩ হাজার ৩৭৭ জন।