বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ফের ভয়ঙ্কর হয়ে উঠছে মহামারি করোনা ভাইরাস।গত বছরের শুরুতে লকডাউনের পরে স্বাভাবিক কার্যক্রমে ফিরলেও ফের লকডাউনের দিকে যাচ্ছে দেশ। করোনা মহামারীতে এ পর্যন্ত আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বিএনপির সিনিয়র নেতাসহ ৪৪০ জন। আক্রান্ত হয়ে অনেকে চিকিৎসা নিচ্ছেন হাসপাতালে ও বাসায়।

গতবছরের শুরুতে করোনার মহামারীর জন্য সকল ধরনের কার্যক্রম দীর্ঘ ছয় মাস স্থগিত রাখে বিএনপি। তার পর স্বাভাবিক কার্যক্রমে ফিরলেও বেশি সুবিধা করতে পারে নি। ফের গত মাসেও সাংগঠনিক সকল ধরনের কার্যক্রম স্থগিত করছে দলটি। এর আগে স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীর সকল ধরনের কার্যক্রম স্থগিত করছে বিএনপি।

সূত্র জানায়, জনসমাগম হয় এমন সকল ধরনের কার্যক্রম স্থগিত করলেও সংবাদ সম্মেলন ও ভার্চুয়াল প্রোগ্রামের মাধ্যমে রাজনৈতিক অবস্থার বিষয়ে জানান দিবে দলটি। সূত্র মতে, দেশব্যাপী দলের শতাধিক নেতাকর্মী এখন করোনায় আক্রান্ত। এর মধ্যে উল্লেখযোগ্যরা হলেন, সস্ত্রীক আক্রান্ত বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, সেলিমা রহমান, সস্ত্রীক আক্রান্ত ভাইস চেয়ারম্যান ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ডা: এ কে এম আজিজুল হক, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন মিডিয়া কমিটির সদস্য সাংবাদিক আতিকুর রহমান রুমন, অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল প্রমুখ।

এর মধ্যে অক্সিজেন লেবেল কমে যাওয়ায় স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন রুহুল কবির রিজভীকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে।সূত্র মতে, করোনাভাইরাস সংক্রমণে এ পর্যন্ত বিএনপির ৪৪০ জন নেতাকর্মী মারা গেছেন। উল্লেখযোগ্যরা হলেন, চেয়ারপারসনের উপদেষ্টা সিলেট সাবেক মহানগর বিএনপি সভাপতি এম এ হক, ঢাকা উত্তর মহানগর বিএনপি সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসন, কুমিল্লা বিভাগ সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল খান, বিএনপির ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ, ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল (অব:) রুহুল আলম চৌধুরী, ওলামা দলের কেন্দ্রীয় আহবায়ক কমিটি সদস্য

মওলানা কাসেমী, গাইবান্ধা জেলা বিএনপির সহসভাপতি খন্দকার আহাদ আহমেদ। এছাড়া ঢাকা পল্লবী থানা বিএনপির সহসভাপতি মো: আনিসুর রহমান, সাবেক মন্ত্রী টি এম গিয়াস উদ্দিন, চট্টগ্রাম মহানগর বিএনপির সহ-সভাপতি লায়ন মোহাম্মদ কামাল উদ্দিন, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি সভাপতি ও বিএনপির প্রতিষ্ঠাকালীন সদস্য অ্যাডভোকেট কবির চৌধুরী, জাতীয় ট্যাক্সসেস বার সভাপতি অ্যাডভোকেট গফুর মজুমদার, শ্রমিক দলের সহ-সাধারণ সম্পাদক ফজলুল হক মোল্লা, গাজীপুর শ্রীপুর পৌরসভা বিএনপি মেয়র প্রার্থী শহিদুল্লাহ শহীদ আমেরিকার বোস্টন বিএনপি ক্রীড়াবিষয়ক সম্পাদক মিতোষ বড়ুয়া, বিএনপি সহ-স্থানীয় সরকার সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন সরকার ভজে ও সাবেক এমপি এ টি এম আলমগীর প্রমুখ।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, করোনায় আক্রান্ত হয়ে অনেক নেতা হাসপাতালে কিংবা বাসায় চিকিৎসা নিচ্ছেন। এছাড়া সুস্থ হয়ে অনেকে বাসায় ফিরেছেন। তাদের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন দল ও তাদের পরিবার।