ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতাকর্মী ও মাদ্রাসা ছাত্রদের সহিংস ঘটনার তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। বিষয়টি সোমবার (২৯ মার্চ) গণমাধ্যমকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আনোয়ার হোসেন।
তিনি বলেন, পুরো ঘটনা তদন্তের জন্য চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জাকির হোসেনকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি আগামী সাত কর্মদিবসের মধ্যে তাদের প্রতিবেদন দাখিল করবে।
এসময় তিনি হামলায় ক্ষতিগ্রস্থ বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেন। একইসাথে সার্বিক খোঁজ নেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রতিটি ঘটনার জন্যই মামলা হবে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
উল্লেখ্য, শুক্রবার (২৬ মার্চ) থেকে ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন স্থানে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় নিহত হয়েছেন অন্তত ৯ জন। তবে হেফাজতের দাবি এই সংখ্যা আরও অনেক বেশি।