স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে ২ দিনের সফরে ঢাকায় এসে পৌছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার (২৬ মার্চ) সকাল ১০টা ৪০ মিনিটে এয়ার ইন্ডিয়ার একটি বিমানে করে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

নরেন্দ্র মোদিকে লাল গালিচায় সংবর্ধনা দিয়ে ফুলেল শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় তার সাথে ছিলেন মন্ত্রী পরিষদের বেশ কয়েজন সচিব। উপস্থিত আছেন তিন বাহিনীর প্রধান ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের বেশ কয়েকজন উর্ধ্বতন কর্মকর্তা।

এসময় লাল গালিচায় সংবর্ধনা দেওয়া হয় নরেন্দ্র মোদিকে। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফুলের শুভেচ্ছায় বরণ করে নেন ভারতের প্রধানমন্ত্রীকে।

এরপর রীতি অনুযায়ী নরেন্দ্র মোদিকে গার্ড অব অনার প্রধান করেন সামরিক বাহিনীর সৈন্যরা। তারপর তাকে গার্ড পরিদর্শন করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।