মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে ২ দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভাণ্ডারী।
সকাল ১০টার দিকে বিদ্যা দেবী ও তার সফরসঙ্গীদের বহনকারী চার্টার্ড বিমানটি ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এটিই বাংলাদেশে নেপালের রাষ্ট্রপতি পর্যায়ের প্রথম সফর। বিদ্যা দেবী ভাণ্ডারী ২২ ও ২৩ মার্চ ২ দিন ঢাকায় অবস্থান করবেন।
প্রথমে তিনি সাভারে জাতীয় স্মৃতিসৌধে যাবেন। বিকালে জাতীয় প্যারেড গ্রাউন্ডে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে অংশ নেবেন বিদ্যা দেবী ভান্ডারী। সেখান থেকে তিনি বঙ্গভবনে রাষ্ট্রপতি আব্দুল হামিদের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং দরবার হলে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন।
এছাড়া ২ দেশের মধ্যে পর্যটন, সাংস্কৃতিক বিনিময় ও কৃষি খাতে সহযোগিতার ৪টি সমঝোতা স্মারকে সই হওয়ার কথা রয়েছে। ১৯৭২ সালের ১৬ই জানুয়ারি নেপাল স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দেয়ার পর ওই বছর ৮ই এপ্রিল দুই দেশের কূটনৈতিক সম্পর্ক শুরু হয়।