বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আগামীকাল শুক্রবার দেশের সব মসজিদে জুমার নামাজের পর দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

অন্যান্য ধর্মাবলম্বীরা সুবিধাজনক তারিখ ও সময়ে তাদের স্ব স্ব প্রার্থনার আয়োজন করবেন। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য জানিয়েছেন।

ইতোমধ্যে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে সারাদেশের মসজিদগুলোতে এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়েছে।