কেন্দ্রীয় কার্যালয়ে জয়-লেখকের সামনেই ছাত্রলীগের হাতাহাতি

সম্মেলন দাবি করায় বাংলাদেশ ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। সোমবার (১৫ মার্চ) রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যালয়েই এই ঘটনা ঘটে। এসময় সেখানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারন সম্পাদক লেখক ভট্টচার্য।

এর আগে বিকালে মুজিববর্ষ উদযাপন নিয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে বৈঠকে বসেন জয় ও লেখক। বিকাল পাঁচটায় শুরু হওয়া বৈঠক শেষ হয় রাত সাড়ে ৮টার দিকে।

দীর্ঘ সাড়ে তিন ঘন্টার বৈঠকের শেষের দিকে সভাপতি আল নাহিয়ান খান জয় নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, তোমরা কারা জানি সম্মেলন নিয়ে ফেইসবুকে লেখালেখি করেছো? এটা ঠিক নয়।

তখন সেখানে থাকা সংগঠনের উপ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মিশকাত তাকে উদ্দেশ্য করে বলেন, ভাই আমরা সম্মেলন চাই। কারণ বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়েছে এক বছরের বেশি। তাই সম্মেলনের তারিখ ঠিক করে আপাকে (প্রধানমন্ত্রী) জানান। কারণ কেন্দ্রীয় নেতাদের অনেকেরই বয়স ২৯ শেষ হয়ে যাচ্ছে, তাই সম্মেলনের তারিখ দিলে আমাদের মধ্যে অনেকেই নেতা হতে পারবে।

এ বিষয়ে মিশকাত গণমাধ্যমকে বলেন, মাঠের নেতারাও সম্মেলন চান। এসময় কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নোবেল ও সাগর হোসেন সোহাগ মিশকাতের দিকে তেড়ে আসেন। তখন উপস্থিত নেতাদের মধ্যে হাতাহাতি ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। মিশকতাসহ ছাত্রলীগের ক’জন কেন্দ্রীয় নেতা আহত হন বলে জানা গেছে।

তবে এ ব্যাপারে আল নাহিয়ান খান জয়কে বেশ কয়েকবার ফোন দিলেও কোনো জবাব পাওয়া যায়নি।