জিয়া ইতিহাসে বিশ্বাসঘাতক হিসেবেই থাকবে বলে মন্তব্য করেছেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। তিনি বলেন, ইতিহাস থেকে কারও নাম মুছে ফেলা যায় না। যে যা কাজ করবে ইতিহাস সে কথাই বলবে।”
শনিবার (১৩ মার্চ) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের ‘আবার ইতিহাস বিকৃতির ষড়যন্ত্র’ শীর্ষক সম্প্রীতি বাংলাদেশের এক সেমিনারে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, “মুক্তিযুদ্ধে বিশ্বাস করে না এমন লোককে জিয়া মন্ত্রী করেছেন। বাংলাদেশকে কার্যত পাকিস্তান করেছিল জিয়া। তিনি পরিকল্পিতভাবে মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করেন।”