দেশের সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন হবে এবং বিএনপিকে এ নিয়ে দাবি-দাওয়া পেশ করতে হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার (১২ মার্চ) ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভার্চুয়াল ব্রিফিংয়ে এসব কথা বলেন।
নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে বিএনপির দাবির প্রসঙ্গে খালেদা জিয়ার কথা স্বরণ করিয়ে কাদের বলেন, খালেদা জিয়া বলেছিলেন ‘পাগল এবং শিশু ছাড়া কেউ নিরপেক্ষ নয়, তত্ত্বাবধায়ক সরকারের ধারণা অবান্তর।’
সেতুমন্ত্রী বলেন, নির্বাচনে জনরায় মেনে নেওয়ার সৎ সাহস শেখ হাসিনার আছে। বিএনপির উদ্দেশ্যহীন ও ভুল রাজনীতিতে কর্মীরাই এখন তাদের নেতাদের উপর ক্ষুব্ধ। বিএনপির আন্দোলনের রঙ-রূপ এদেশের মানুষের অজানা নয়।
ওবায়দুল কাদের আরও বলেন, অপপ্রচার চালানো আর জনগণ থেকে নিজেদের আড়াল করে রাখা বিএনপির স্বভাব। তাই জনগণ বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। বিএনপির কাছে ক্ষমতা ভোগের বস্তু, তাইতো তাদের আমলে ভোগের পেয়ালা উপচে পড়েছিলো।