নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাদলকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার (১১ মার্চ) সন্ধ্যায় পুলিশ সুপার মো. আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
এদিকে নোয়াখালী প্রেস ক্লাব ও পাশের রেডক্রিসেন্ট আঙ্গিনা ঝাড়ুদার আবু তাহের বলেন, ‘আনুমানিক পৌনে ৪টার দিকে মিজানুর রহমান বাদল রেডক্রিসেন্ট অফিস সংলগ্ন চায়ের দোকানে বসে চা খাওয়া অবস্থায় একটি কালো রঙের মাইক্রোবাস এসে থামে। গাড়ি থেকে চার-পাঁচজন নেমে তাকে (বাদল) কথা আছে বলে গাড়িতে উঠিয়ে পশ্চিম দিকে চলে যায়।’
তিনি আরও বলেন, ‘গাড়িতে থাকা লোকজনের গায়ে পুলিশের পোশাক ছিল না; তবে একজনের হাতে ছোট একটি অস্ত্রের মতো ছিল।’
মিজানুর রহমান বাদলের ছোট ভাই রহিম উল্যাহ বিদ্যুত বলেন, ‘ভাইয়া নিজেই নোয়াখালী ডিবি পুলিশের হাতে ধরা দিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী কেন কাদের মির্জাকে গ্রেফতার করছে না। তাই তিনি নিজে ধরা দিয়েছেন।’
গতকাল বুধবার কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুর রহমান বাদী হয়ে থানায় একটি মামলা করেন। এ মামলায় তিন নম্বর আসামি করা হয় মিজানুর রহমান বাদলকে।