মিয়ানমারে সামরিক সরকারের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় অন্তত ১০ সাংবাদিককে আটক করেছে সামরিক জান্তা। সোমবার(১ মার্চ) তাদের আটক করা হয়।

তবে এখনও সাংবাদিকদের বিরুদ্ধে কোন অভিযোগ গঠন করা হয়নি বলে জানা গেছে। মিয়ানমারের বিভিন্ন শহরে জান্তার বিরুদ্ধে সংবাদ সংগ্রহে নিয়োজিত ছিলেন তারা।

স্থানীয় গণমাধ্যমগুলো জানাচ্ছে, বিক্ষোভের খবর প্রচারের কারণে গত ১৪ই ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত মোট ২৫ জন সাংবাদিককে আটক করেছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী। এর আগে, সাংবাদিকরা সেনা অভ্যুত্থান শব্দ ব্যবহার করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছিল জান্তা সরকার।

এদিকে, মিয়ানমার ইস্যুতে জান্তা সরকারের প্রতিনিধির উপস্থিতিতে মঙ্গলবার(২রা মার্চ) বৈঠক করবেন আসিয়ানের সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। বৈঠকে সেনা অভ্যুত্থানের তীব্র নিন্দা জানানো হবে বলে আশ্বস্ত করেছেন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী।