আগামী জুনে শ্রীলঙ্কায় এশিয়া কাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কিন্তু ভারত যদি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে তাহলে এবারের এশিয়া কাপ স্থগিত হতে পারে। এশিয়া কাপের পর বাংলাদেশ দলের ক্রিকেটীয় সূচি চূড়ান্ত আছে।

এশিয়া কাপের পর পূর্ণাঙ্গ সিরিজ খেলতে জিম্বাবুয়ে সফরে যাবে বাংলাদেশ দল। জিম্বাবুয়ের বিপক্ষে দুটি টেস্ট, তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা। এশিয়া কাপ না হলে জুনেই জিম্বাবুয়ে সফর করবে বাংলাদেশ।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন গণমাধ্যমকে বলেন, এশিয়া কাপের পরপরই জিম্বাবুয়ে সফরে যাবে বাংলাদেশ। তাদের বিপক্ষে দুটি টেস্ট, তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার কথা রয়েছে। সূচি এখন পর্যন্ত এভাবেই আছে। এফটিপি মেনেই অন্যান্য বোর্ডের সাথে যোগাযোগ করা হচ্ছে।

বাংলাদেশ দল এখন নিউজিল্যান্ড সফরে রয়েছে। নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলে শ্রীলঙ্কা সফরে যাবে টাইগাররা। লঙ্কানদের বিপক্ষে দুটি টেস্ট ম্যাচ খেলবে তারা। এরপর টাইগারদের মিশন এশিয়া কাপ। এশিয়া কাপ না হলে জিম্বাবুয়ে সফরে যাবে তারা।