আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) প্রধান ছাত্রাবাসে ছাত্রলীগের দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২ মার্চ) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
সংঘর্ষের খবর ছড়িয়ে পড়লে চট্টগ্রাম কলেজ, মহসিন কলেজ ও কাজেম আলী কলেজেও দু’পক্ষ পাল্টাপাল্টি মিছিল বের করে। এতে মহানগর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
সংঘর্ষে ছাত্রলীগের পাঁচজন নেতাকর্মী আহত হয়েছেন। তারা হলেন- আতাউল্লা বোখারী (৫৯ ব্যাচ), তৌফিকুর রহমান ইয়ন (৫৯ ব্যাচ), আরিফ হাসান (৫৯ ব্যাচ), শাওন দত্ত (৫৭ ব্যাচ), আরাফ ইসলাম। এর মধ্যে তৌফিকুর রহমান ইয়নের অবস্থা আশঙ্কাজনক। তাকে চমেক হাসপাতালে ভ্যান্টিলেশনে রাখা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রধান ছাত্রাবাস দখল নিয়ে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছিরের অনুসারী ছাত্রলীগকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। তারা লাঠিসোটা ও দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে ছাত্রাবাসের বিভিন্ন কক্ষে ভাঙচুর শুরু করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনাস্থলে দায়িত্বরত নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) পলাশ কান্তি নাথ বলেন, ‘হলে উঠা নিয়ে দুইপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।’