ভক্ত-সমর্থকদের অবাক করে হঠাৎ করে টেস্ট ক্রিকেটকে বিদায় বলে দেন ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। দেশের জার্সিতে ৯০ টেস্ট খেলা ধোনি শততম টেস্টের কাছেই ছিল।

শততম টেস্ট থেকে মাত্র ১০ ম্যাচ দূরে থেকে হুট করে এমন সিদ্ধান্ত নিয়ে বসেন তিনি। তবে কেন ধোনি এমন সিদ্ধান্ত নিয়েছিলেন এবার তা ফাঁস করেছেন ভারতীয় পেসার ইশান্ত শর্মা।

ইংল্যান্ডের বিপক্ষে দিবা-রাত্রির টেস্টে আজ মাঠে নেমেছে ভারত। এই ম্যাচটি ইশান্তের ক্যারিয়ারের ১০০ তম টেস্ট ম্যাচ। এই ম্যাচে নামার আগে ধোনির টেস্ট ফরম্যাট থেকে অবসর নিয়ে কথা বলেন ইশান্ত।

তিনি বলেন, ধোনি শততম টেস্টের খুব কাছে ছিল। এখনো মনে আছে ইংল্যান্ডের বিপক্ষে খেলার সময় সে বলেছিল যে ওর কাছে শততম টেস্ট খেলাটা খুব গুরুত্বপূর্ণ নয়। তার বদলে ঋদ্ধিমান সাহাকে তৈরি করার দিকে মন দেওয়া উচিত বলে মনে করেছিল সে। আমার মনে হয় ধোনি এই কারণেই অবসর নিয়ে নেয়।