ইংল্যান্ড-ভারত মধ্যকার চার ম্যাচ টেস্ট সিরিজ ১-১ সমতায় রয়েছে। আজ সিরিজের তৃতীয় টেস্টে মাঠে নেমেছে দুইদল। একমাত্র দিবা-রাত্রির টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ইংলিশ অধিনায়ক জো রুট।

দিবা-রাত্রির টেস্টে ভারতের একাদশে এসেছে দুটি পরিবর্তন। মোহাম্মদ সিরাজের পরিবর্তে একাদশে এসেছেন জাসপ্রিত বুমরাহ। অন্যদিকে কূলদ্বীপ যাদবের জায়গায় একাদশে এসেছেন ওয়াশিংটন সুন্দর।

ইংল্যান্ডের একাদশে ৪টি পরিবর্তন এসেছে। ররি বার্নস, ড্যানিয়েল লরেন্স, ওলি স্টোন ও মঈন আলির পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন জেমস অ্যান্ডারসন, জোফরা আর্চার, জনি বেয়ারস্টো ও জ্যাক ক্রলি।

ইংল্যান্ড একাদশ: ডম সিবলি, জ্যাক ক্রলি, জনি বেয়ারস্টো, জো রুট (অধিনায়ক), বেন স্টোকস, ওলি পোপ, বেন ফোকস (উইকেটরক্ষক), জ্যাক লিচ, স্টুয়ার্ট ব্রড, জেমস অ্যান্ডারসন ও জোফরা আর্চার।

ভারত একাদশ: রোহিত শর্মা, শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি (অধিনায়ক), আজিঙ্কা রাহানে, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, ইশান্ত শর্মা ও জাসপ্রিত বুমরাহ।