১৯৭১ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু পুত্র বীর মুক্তিযোদ্ধা শেখ কামাল বীর মুক্তিযোদ্ধা শেখ জামালের ভূমিকা । বঙ্গবন্ধুর পুত্র বীর মুক্তিযোদ্ধা শেখ কামাল , শেখ জামাল ও এলাকার যুবকদের দ্বারা পরিচালিত ধানমন্ডির পুরানো ২৪ নং রোড নুতন ৯/এ ১৯৭১ সালের ফেব্রুয়ারিতে মুক্তিযোদ্ধাদের যে প্রশিক্ষণ দেয়া হতো এটা মুক্তিযোদ্ধাদের ইতিহাসে আনা খুবই গুরুত্বপূর্ণ ।

ঐ সময় এর সাথে যারা জড়িত তাদেরকে অনুরোধ করছি আসুন আমরা সবাই এই মূল্যবান মুক্তিযোদ্ধাদের ইতিহাসে তুলে ধরি । কিছু সংখ্যক নামধারী মুক্তিযোদ্ধা কমান্ডার হিসেবে পরিচয় দেয় ঢাকার এই ইতিহাস তারা জানেনা আমি চাই যাতে বাংলাদেশের সকলে এটা জানুক । আমার জানা মতে, কিছু নাম দিচ্ছি ওমর ভাই ঝিল্লু , ভাই হারুন , ভাই তারেক ,ভাই শাহান, জিলানী ভাই, বরকত ভাই, বাচ্চু ভাই, তাননা ভাই, লে.কাদের শাহ আলম দিলু, শহীদ দিপু, টিপু, বাবু ,মনা ,আফছার, নাদের ইকবাল ,বককু ,আতিক,টুটুল আমি নিজে মাহবুবুর রহমান রতন এরা সবাই মুক্তিযোদ্ধে অংশগ্রহণ করে ।এদের কতজন মুক্তিযোদ্ধা তালিকায় অন্তর্ভুক্ত ?

জামুকা মুক্তিযোদ্ধা মন্ত্রনালয় এদের খুঁজে বের করেন এরা সবাই শেখ কামাল ভাই ও শেখ জামালে খুব কাছের ছিল তাই জননেত্রী শেখ হাসিনা (হাসু আপা) আপনি ধানমন্ডির ছোট ভাইরা যাতে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পায় ব্যবস্থা নিন আপা ।