পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ২০ পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা দিয়েছেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মো. সেলিম।

শনিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে চুড়িহাট্টার ওয়াহেদ ম্যানশনের সামনে এই অর্থ সহায়তা দেয়া হয়।

২০১৯ সালের ২০ ফেব্রুয়ারি দিবাগত রাতে চুড়িহাট্টার ওয়াহেদ ম্যানশনে ভয়াবহ অগ্নিকাণ্ড ৭১ জন মারা যান। এর মধ্যে মো. পারভেজ, মো. ইব্রাহিম, মো. সুজল হক, শাহাদাত হোসেন, মোহাম্মদ আলী, অপু রায়হান, ফয়সাল সারোয়ার, মোহাম্মদ শাহিন আহমদ, বেলাল হোসেন, মোহাম্মদ জুম্মন, আয়েশা খাতুন, নয়ন খান, জয়নাল আবেদীন, মো. সোহাগ, নুরুজ্জামান হাওলাদার, মো. রেজাউল ইসলাম, শামসুল হক, আহসান উল্লাহ, মো. আনোয়ার, বিবি হালিমা শিল্পীর পরিবারের মাঝে এই অর্থ সহায়তা দেয়া হয়। পরবর্তীতে বাকি পরিবারগুলোর মাঝে নগদ অর্থ সহায়তা দেয়া হবে বলে জানিয়েছেন সংসদ সদস্য হাজী সেলিম।

চুড়িহাট্টা অগ্নিকাণ্ডে নিহত ও ক্ষতিগ্রস্ত পরিবার সংস্থা আয়োজিত এই অর্থপ্রদান কর্মসূচিতে অন্যান্যের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরশনের (ডিএসসিসি) ২৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কামাল উদ্দিন কাবুল, আহমেদ বাওয়ানী স্কুলের সভাপতি সোলায়মান সেলিম, চুড়িহাট্টা অগ্নিকাণ্ডে নিহত ও ক্ষতিগ্রস্ত পরিবার সংস্থার সভাপতি নাসির উদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন।