ঢাকার কেরানীগঞ্জে পুকুরে ধসে পড়া বহুতল সেই ভবনটির পাশে আরও দু’টি ভবনেও ফাটল দেখা দিয়েছে। যার কারণে ভবন দু’টো থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়ে গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে বলে জানিয়েছেন কেরানীগঞ্জের ইউএনও অমিত দেবনাথ।

স্থানীয় সূত্রে জানা যায়, ধসে পড়া ওই ভবনটির মালিকের নাম জানে আলম। সাতটি পিলারের ওপর নির্মিত ওই ভবনে সাতটি পরিবার বসবাস করে আসছিল। দখল করা জায়গায় এমন আরও কয়েকটি ভবন এই এলাকায় আছে। নরম কাঁদামাটির ওপর দাঁড়িয়ে থাকা এই ভবনগুলো অত্যন্ত ঝূঁকিপূর্ণ অবস্থায় আছে।

আনসার আলী নামে এক ব্যক্তি বলেন, ভবন নির্মাণে এইসব অনিয়মের কথা উল্লেখ করে স্থানীয় লোকজন বিভিন্ন জায়গায় অভিযোগ দিলেও কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। দিনের পর দিন বেড়ে ওঠেছে এসব ভবন নির্মাণের কাজ। তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ জরুরি।

প্রসঙ্গত, শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সকালে কেরানীগঞ্জের চরমাইল এলাকায় একটি তিন তলা ভবন পাশের পুকুরে হেলে পড়ে যায়। এ ঘটনায় আহত হয় সাতজন।