ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মোটরসাইকেল ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) রাতে উপজেলার কাইয়ুমপুর ইউনিয়নের পানিয়ারূপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত একজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করে কসবা থানার পরিদর্শক (তদন্ত) জাকির হোসেন জানান, রাতে এ ঘটনায় ঘটেছে বলে সকালে জানতে পেরেছি। হতাহতদের পরিচয় জানার চেষ্টা চলছে। নিহতদের বয়স ২০-২৫ বছরের মধ্যে হবে।