২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ ব্যাংকে সাইবার হামলা চালিয়ে ৮১ মিলিয়ন ডলার চুরির ঘটনায় অভিযুক্ত উত্তর কোরিয়ার সেই তিন হ্যাকার এবার মার্কিন মুল্লুকেও হামলা চালিয়েছে। দেশটির জাস্টিস ডিপার্টমেন্ট তাদেরকে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের ব্যাংক থেকে চুরির ঘটনায় তাদেরকে অভিযুক্ত করেছে।

যুক্তরাষ্ট্রের দাবি, উত্তর কোরিয়ার সেনাবাহিনীর এজেন্ট হয়ে এই তিনজনের চক্রটির মধ্যে আছে পার্ক জিন হিয়ক, জন চ্যাং হিয়ক ও কিম ইল। তারা বাংলাদেশ ব্যাংক থেকে ৮১ মিলিয়ন ডলারসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে তারা ১.৩ বিলিয়ন ডলার চুরি করেছে।

মার্কিন জাস্টিজ ডিপার্টমেন্ট থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, বন্দুকের পরিবর্তে কীবোর্ডকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে উত্তর কোরিয়া। এভাবেই তারা বিভিন্ন দেশে লুট চালিয়ে যাচ্ছে।

জানা যায়, তিনজনের এই চক্রটির নেতা হিসেবে কাজ করেন পার্ক জিন হিয়ক। পেশায় কম্পিউটার প্রোগ্রামার হিয়কের নেতৃত্বে ২০১৪ সালে যুক্তরাষ্ট্রে, ২০১৬ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ ব্যাংক ও ২০১৭ সালে বিশ্বজুড়ে ‘ওয়ানাক্রাই ২.০ গ্লোবাল র‌্যানসমওয়্যার’ সাইবার আক্রমণ হয়।

উল্লেখ্য বাংলাদেশ থেকে চুরি হওয়া ৫৬১ কোটি টাকা এখনও ফেরত আনা সম্ভব হয়নি।