ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসরকে সামনে রেখে আজ চেন্নাইয়ের নিলাম অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সময় বেলা ৩:৩০ মিনিটে নিলাম শুরু হয়।
নিলামের শুরুতে অস্ট্রেলিয়ান তারকা স্টিভেন স্মিথকে কিনে দিল্লি ক্যাপিটালস। ২ কোটি ২০ লাখ রুপিতে স্মিথকে দলে টেনেছে দিল্লি ক্যাপিটালস।
অস্ট্রেলিয়ান অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলকে নিয়ে কাড়াকাড়ি করে কলকাতা নাইট রাইডার্স, চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।
শেষ পর্যন্ত ১৪ কোটি ২৫ লাখ রুপিতে তাকে কিনে নিয়েছে ব্যাঙ্গালুরু। এদিকে ২ কোটি ভিত্তিমূল্যের সাকিব আল হাসানকে নিতে আগ্রহ দেখায় কলকাতা নাইট রাইডার্স ও কিংস ইলেভেন পাঞ্জবা। ৩ কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছে কলকাতা।
২ কোটি রুপি ভিত্তিমূল্যের মঈন আলীকে ৭ কোটি রুপিতে কিনেছে চেন্নাই সুপার কিংস। ৫০ লাখ ভিত্তিমূল্যের শিভাম ডুবেকে ৪ কোটি ৪০ লাখ রুপিতে দলে টানে রাজস্থান রয়্যালস।
অন্যদিকে নিলামে অবিক্রিত করুন নায়ার, অ্যালেক্স হেলস, জেসন রয়, এভিন লুইস, অ্যারন ফিঞ্চ, হনুমা বিহারি, কেদার যাদব।