কমিউনিকেশনের গ্যাপ থাকায় বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটের ওয়ান্টেড তালিকায় এখনও সেনা প্রধানের ভাই হারিছের নাম ও ছবি রয়ে গেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কাঁমাল।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর মগবাজারে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যথাযথ প্রক্রিয়া মাধ্যমেই জেনারেল আজিজ আহমেদের ভাই হারিছ ও আনিসের মুক্তির প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
তিনি আরও বলেন, পলাতক এই দুই আসামির মুক্তির বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো গোপনীয়তা ছিল না।
উল্লেখ্য, সম্প্রতি কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরায় ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সেখানে প্রধানমন্ত্রী ও সেনাবাহিনী প্রধানের পাশপাশি সেনা প্রধানের দুই ভাইকেও দেখানো হয়। এর পরে জানা যায় তারা দুই ভাই বেশ কয়েকবছর আগে মামলা থেকে অব্যহতি পেয়েছেন।