স্প্যানিশ লা লিগায় শনিবার রাতে দেপোর্তিভো আলাভেসকে ৫-১ গোলে হারিয়ে রিয়াল মাদ্রিদকে টপকে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠেছিল বার্সেলোনা। একদিন যেতে না যেতেই নিজেদের জায়গায় ফিরলো রিয়াল।

রোববার রাতে নিজেদের ঘরের মাঠে ভ্যালেন্সিয়াকে ২-০ গোলে হারিয়েছে রিয়াল। এই জয়ে বার্সাকে সরিয়ে পয়েন্ট টেবিলের দুই নম্বরে ফিরেছে তারা।

ম্যাচের ১২ মিনিটে গোল করে রিয়ালকে এগিয়ে নেন করিম বেনজামা। তাকে সহায়তা করেন টনি ক্রুস। ম্যাচের ৪২ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে শটে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন ক্রুস।

ম্যাচের দ্বিতীয়ার্ধের ৬১ মিনিটে ভ্যালেন্সিয়ার জালে বল জড়ান ফারল্যান্ড মেন্ডি। কিন্তু সেই গোলটি ভিডিও এসিস্ট্যান্ট রেফারির মাধ্যমে অফসাইডের কারণে বাতিল হয়। শেষ পর্যন্ত ২-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।

এই জয়ে ২৩ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে রিয়াল। ২২ ম্যাচ খেলে ৪৬ পয়েন্ট সংগ্রহ করেছে বার্সেলোনা। ২১ ম্যাচ খেলে ৫৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে অ্যাতলেটিকো মাদ্রিদ।