চট্টগ্রামের টেকনাফ ও উখিয়ার বিভিন্ন শরনার্থী ক্যাম্প থেকে চতুর্থ ধাপে আরও প্রায় ৮’শ রোহিঙ্গা নাগরিককে সোমবার (১৫ ফেব্রুয়ারি) নোয়াখালীর ভাসানচরের আবাসন দেওয়ার উদ্দেশ্যে চট্টগ্রাম নিয়ে যাওয়া হচ্ছে। একইভাবে রোববার (১৪ ফেব্রুয়ারি) চট্টগ্রামে নেওয়া হয় ২ হাজার ১৪ জন রোহিঙ্গাকে।

চট্টগ্রামে থাকা রোহিঙ্গাদের থেকে সোমবার (১৫ ফেব্রুয়ারি) ৮’শ জনকে নৌবাহিনীর জেটি ঘাট থেকে ভাসানচরে নেওয়া হচ্ছে।

রোহিঙ্গা স্থানান্তরের বিষয়টি গণমাধ্যমকে জানিয়ে কক্সবাজার অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শামসুদ্দৌজা নয়ন বলেন, স্বেচ্ছায় ভাসানচরে যেতে ইচ্ছুক এমন তিন হাজার রোহিঙ্গাকে এই ধাপে চট্টগ্রাম থেকে ভাসানচরে নেওয়া হচ্ছে। সোমবার তাদেরকে দফায় দফায় নিয়ে যাওয়া হবে ।

জানা যায়, উখিয়া উপজেলায় অবস্থিত বালুখালীর ৮ থেকে ১২ ও ১৮ নং ক্যাম্প , কুতুপালং-১ পূর্ব, ২ পূর্ব এবং ২ পশ্চিম ক্যাম্প থেকে দুই দিনে এই পরিমাণ রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তরের উদ্দেশ্যে চট্টগ্রামে নেওয়া হয়েছে।

এর আগে ৩টি ধাপে ১১ হাজারের মত রোহিঙ্গাকে স্থানান্তর করা হয়েছে ভাসানচরের উদ্দেশ্যে। তাছাড়া অবৈধভাবে জলপথে মালয়েশিয়া পালিয়ে যাওয়ার সময় সাগর থেকে উদ্ধারকৃত ৩’শ ৬ জন রোহিঙ্গাও ভাসানচরে ঠাঁই পেয়েছেন।