চতুর্থ ধপা পৌরসভা নির্বাচনে লক্ষ্মীপুরের রামগতিতে এই প্রথম ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ চলছে। এখনে ৯ ওয়ার্ডের মোট ১০টি কেন্দ্রে সকাল ৮ টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহন।
মেয়র পদে ৬ জন, পুরুষ কাউন্সিলর পদে ৩৭ জন এবং মহিলা কাউন্সিলর পদে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। রামগতি পৌরসভা মোট ভোটার সংখ্যা ২০ হাজার ৯০৫ জন।
সবকটি কেন্দ্র গুরত্বপূর্ণ হওয়ায় প্রতিটি কেন্দ্রে নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনী সদস্যদের পাশাপাশি একজন জুডিশিয়াল ও ৯ জন নির্বাহীসহ মোট ১০জন ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে র্যাব,পুলিশ ও কোষ্টগার্ড স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করছেন।
পুলিশ সুপার ড.এ এ্চ এম কামরুজ্জামান জানান, যে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসন কঠোর অবস্থান রয়েছে এবং সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে সব ধরণের প্রদক্ষেপ নেয়া হয়েছে বলেও জানান তিনি।