প্রথম ইনিংসে ভারতের করা ৩২৯ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে ইংল্যান্ড। ইশান্তের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে রানের খাতা না খুলে ফিরেন ররি বার্নস। আরেক ওপেনারকে ফেরান অশ্বিন।
১৬ রান করে অশ্বিনের বলে কোহলিকে ক্যাচ দিয়ে ফিরেন ডম সিবলি। ইংলিশ শিবিরে তৃতীয় আঘাত হানেন অক্ষর প্যাটেল। ব্যক্তিগত ৬ রানে অশ্বিনের হাতে তালুবন্দি হয়ে সাঝঘরে ফিরেন অধিনায়ক জো রুট।
রুটের বিদায়ের পর ফেরেন ডেন লরেন্স। তিনি ৯ রান করে শুভমানকে ক্যাচ দিয়ে অশ্বিনের দ্বিতীয় শিকার হন। দলীয় ৫২ রান পঞ্চম উইকেট হারায় ইংলিশরা। ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস ১৮ রান করে অশ্বিনের বলে বোল্ড হয়ে ফিরেন।
দলের ব্যাটিং বিপর্যয়ে হাল ধরেন ওলি পোপ ও বেন ফোকস। কিন্তু তারাও বড় জুটি গড়তে ব্যর্থ হয়। সিরাজের বলে পান্তের দুর্দান্ত ক্যাচে পোপ ২২ রান করে ফিরলে ৩৫ রানের জুটি ভাঙে।
এরপর বেন ফোকস এক প্রান্ত আগলে রাখলেও বাকিরা ছিলেন আসা যাওয়ার মিছিলে। ৬ রান করে রাহানের হাতে তালুবন্দি হয়ে অক্ষরের দ্বিতীয় শিকার হন মঈন আলি। ওলি স্টোন ১, জ্যাক লিচ ৫ ও স্টুয়ার্ড ব্রড রানের খাতা খুলতে পারেননি।
এরই ফলে ১৩৪ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। বেন ফোকস ৪২ রানে অপরাজিত ছিলেন। ভারতের হয়ে অশ্বিন ৫টি, ইশান্ত, অক্ষর ২টি করে ও সিরাজ ১টি উইকেট শিকার করেন।