রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির সমাবেশের আগ মুহুর্তে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনা ঘটেছে দলের নেতাকর্মীদের। এসময় আটক করা হয়েছে দলটির অন্তত ৫০ জন নেতাকর্মীকে। শনিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত দফায় দফায় এই ঘটনা ঘটে।

আটকের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ডিএমপির রমনা জোনের এসি শেখ মো. শামীম।

তিনি জানান, বিএনপির সমাবেশ থেকে ৫০ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে যাচাই-বাছাই করে অনেককেই ছেড়ে দেয়া হতে পারে। এ ছাড়া যাদের নামে নির্দিষ্ট অভিযোগ রয়েছে তাদের নামে মামলা দিয়ে আদালতে পাঠানো হবে।

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিলের সিদ্ধান্ত গ্রহণের প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করে বিএনপি। সকাল ১০ টা থেকে সমাবেশ শুরু কথা থাকলেও আগে থেকে আসা শুরু করে নেতাকর্মীরা। কোনরকম অপ্রীতিকর পরিস্থিতি যাতে না হয় সেজন্য মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ।

এরই মাঝে জাতীয় প্রেসক্লাবের সামনের রাস্তায় যান চলাচল স্বাভাবিক করতে পুলিশের সাথে নেতাকর্মীদের তর্ক হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত নেতাকর্মীরা ইট পাটকেল নিক্ষেপ শুরু করে পুলিশের ওপর। পরে ধাওয়া পাল্টা ধাওয়ায় ওই এলাকা পরিণত হয় রণক্ষেত্রে।