আগামী ১৪ ফেব্রয়ারি আসন্ন ব্রাহ্মাণবাড়িয়ার আখাউড়া পৌর নির্বাচনে শেষ মূহুর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা।
মানুষের ধারে ধারে গিয়ে বিভিন্ন রকম প্রতিশ্রুতি দিয়ে ভোট চেয়ে চষে বেড়াচ্ছেন তারা। পৌরসভার রাস্তাঘাট, অলিগলি ও পাড়া-মহল্লা এখন মাইকিং মিছিল ও স্লোগানমুখর ।
ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে প্রথমবারের মতো আখাউড়া পৌরসভায় ভোটগ্রহণ হবে। নির্বাচনে মেয়র পদে ৪ জন,কাউন্সিলর পদে পুরুষ ৩৮ জন এবং মহিলা কাউন্সিলর পদে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
কাউন্সিলর প্রার্থী সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থী ও তাদের সমর্থকদের উৎসাহ-উদ্দীপনায় সরগরম আখাউড়ার তৃণমূলের রাজনীতি।সরজমিনে আখাউড়া পৌর এলাকা ঘুরে দেখা গেছে, পৌর এলাকায় এখন নির্বাচনী হাওয়া বইছে । প্রার্থীরা লিফলেট বিতরণ, পোস্টার সাঁটিয়ে, ব্যানার টানিয়ে ও মাইকিংয়ের মাধ্যমে নির্বাচনি মাঠে নিজেদের প্রার্থী হওয়ার খবর জানাচ্ছেন।পথসভার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমও ব্যবহার করছেন প্রার্থীরা। তবে প্রায় সব প্রার্থীর প্রচারেই যুক্ত হয়েছে ‘নির্বাচনী গান’। গানের মাধ্যমে ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা করছেন প্রার্থীরা। এতে বিনোদন পাচ্ছেন কর্মী-ভোটার সবাই।
প্রথম শ্রেণির এ পৌরসভায় মেয়র প্রার্থীদের কেউ বলছেন পৌরকর হাফ করবেন, কেউ বলছেন মাফ করবে্ আবার কেউ বলছেন সীমিত করবেন। পাশাপাশি থাকছে মাদক নির্মূল, কালুন্দি খাল দখল মুক্ত করাসহ নানা প্রতিশ্রুতি।
সরেজমিনে গিয়ে দেখা গেছে প্রার্থী ও ভোটারদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আসন্ন আখাউড়া পৌর নির্বাচনে প্রতিদ্বন্দ্বী করা কয়েকজন প্রার্থীর সঙ্গে কথা বলে জানা গেছে, পৌরসভার উন্নয়নে যা যা করা দরকার তারা তা করার চেষ্টা করবে
এখানকার ভোটারা বলছে তাদের কাছে যে প্রার্থী যোগ্য এবং সুখে-দুঃখে যাদেরকে কাছে পাবে সেই ধরনের প্রার্থীকে তারা মেয়র ও কাউন্সিলর পদে ভোট দিয়ে নির্বাচিত করবেন।
স্থানীয় বিএনপিতে নিজেদের মধ্যে কয়েকটি গ্রুপে বিভক্ত থাকায় দলীয় ভাবে মনোনিত প্রার্থী জয়নাল আবেদীন আব্দু ধানের শীষ প্রতিক নিয়েও নেতাকর্মীদের কাছ থেকে তেমন সুবিদা না পেলেও সুষ্ঠু নির্বাচন হলে জয়ের ব্যাপারে আশাবাদী।
বাংলাদেশ আওয়ামীলীগ থেকে দলীয়ভাবে মনোনীত প্রার্থী বর্তমান মেয়র তাকজিল খলিফা কাজলকে নৌকা প্রতিকে বিজয়ী করতে দলের তৃনমূল পর্যায় থেকে কাজ করতে দেখা গেছে তার প্রচার প্রচারণা এখন তুঙ্গে জয়ের ব্যাপারে তিনি ও আশাবাদী।
এদিকে পৌরসভার মোট ভোটার সংখ্যা ২৮ হাজার ৯১০জন, এর মধ্যে পুরুষ ভোটার ১৪ হাজার ২৩১জন, আর নারী ভোটার ১৪ হাজার ৬৭৯জন। আগামী ১৪ই ফেব্রুয়ারি আখাউড়া পৌরসভা নির্বাচনে ৯টি ওয়ার্ডে ১১টি কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে,
সুন্দর ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে মেয়র ও কাউন্সিলর নির্বাচিত হয়ে আখাউড়া পৌরসভা একটি আধুনিক পৌর সভায় রূপান্তরিত হবে এমনটাই প্রত্যাশা সকলের।