চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে চোট পেয়েছিলেন সাকিব আল হাসান। এজন্য দ্বিতীয় ইনিংসে সাকিবের সার্ভিস পায়নি বাংলাদেশ দল। চোটের কারণে ঢাকা টেস্ট থেকে ছিটকে গেছেন সাকিব।

সাকিবের পরিবর্তে ঢাকা টেস্টের দলে ডাক পেয়েছেন ব্যাটিং অলরাউন্ডার সৌম্য সরকার। আজ সন্ধ্যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, শেষ টেস্টের জন্য সৌম্যকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।

আগামী ১১ ফেব্রুয়ারি মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম টেস্টে হারের কারণে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে টাইগাররা।

ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শেষে মার্চে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ দল। নিউজিল্যান্ড সফরে হয়তো সাকিবকে দেখা যাবে না। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে বিসিবির কাছে ছুটি চেয়েছেন সাকিব।